দূর থেকে চেয়ে আছি;
তোর চশমা পরা কোমল অপরূপ মুখে,
শত রমণীর ভিড়ে তোকে দেখি কত- শত নজরে,
দৃষ্টি পড়তে- পড়তে আরেক দৃষ্টি তোর চোখে ।
তিন দিকে ভুলেও তাকাইনা;
এক দিকে আমার পুরো পৃথিবী- তুই
কত ভেড়া জাল এসে তোকে লুকিয়ে রাখে- দৃষ্টি থেকে
মাঝে- মাঝে হারিয়ে ফেলি ঈক্ষনের আড়ালে ।
দূর থেকে খুঁজতে -খুঁজতে;
আবার কয়েক মুহূর্তের জন্য চোখের প্রান ফিরে আসে,
মন ও মনের সাথে কথা বলে, দেহের বিচ্ছিন্ন খবরে ।


আমার কয়েক বার হিংসেও হয়েছিলো !
তোর আশেপাশে ঘুরাঘুরির মানুষ গুলিকে,
প্রনয়ের হিংসে, অন্য দেহের স্পর্শ ।
তোকে দেখতে- দেখতে, নিজেকে হারিয়ে ফেলেছি  
আমাকে- আমি খুঁজতে অন্য দেহের আনাগোনা,
তবুও তোকে দেখতে মন চায় ।
দূর থেকে কাছে, কাছে থেকে দূরে
আড়াআড়ি চোখে, তোর নজরের বহু দূরে-
আমাকে হারিয়ে রেখেছি ।


চার দিকে কোলাহল, শব্দের ঝংকার  
মনেও বাজে প্রনয়ের বীণা, তবলা,
তোকে দেখতে- দেখতে সময় পার ।