আজ একটি তারা উঠেছে আকাশে
অন্যরা সব লুকিয়ে পাশে
আমার চোখে চাহে।
আমি এক নজরে তাকিয়ে আছি
দক্ষিণ বাতায়ন খুলে
অন্ধকারে চুপটি করে তারা'র চোখে চেয়ে।
জোনাকিরা আলো দিয়ে তারা'র সাথে খেলে
আমিও কি খেলতে পারি তোমাদের দলে?
আমার নিজের আলো নাহি, আছে স্বর্ন কুপি
স্বর্নের মত রঙ তাহার, জ্বলবে আলো দুপি।  


আজ সন্ধ্যার আকাশে একটি তারা
উঠেছে দক্ষিন দিকে
আমার সাথে ঘুমিয়ে যাবে
জোনাকির আলো মেখে।
তারা'র সাথে খেলতে চাহি
বলতে চাহি কথা    
সন্ধ্যা তারা চোখ মেলেছে জোনাকির দল গাঁথা ।
আমি চেয়ে আছি একটি তারা, লক্ষ্য তারা চুপি
জোনাকির দলে হাত রেখেছি, আলো জ্বেলে কুপি।