বলতে নাহি বাঁধা দিবো, আমায় নিয়ে কথা
সবার মাঝে ছড়িয়ে দিও,সত্য যত কথা।  
মিথ্যে যদি হই আমি, সত্য বলে যাও  
আমার কোনো ঈর্ষা নাহি, গিবত চোখে চাও।


আমি–আমি, কে আমি,আমি মানুষ দামি?  
আমার মাঝে খারাপ নজর,মিথ্যে পথ গামী?  
আমি–আমি, সত্য মানুষ,সত্যের পথে চলি?
রক্তে আমার ভালোবাসা,ভক্তি করে বলি?


আমরা ভালো, আমরা খারাপ,সত্য–মিথ্যার তরে
পথ ভুলে যাই, হঠাৎ পথে, যাবো কোন সে ঘরে?
যে ঘরেতে আলো আছে, নাকি কালোর ধারে?
চোখ বুজিলে অন্ধকার সব, কখন যাবো মরে?  


গিবত–গিবত নাহি গাহে, অন্য জনের ঘরে  
নিজের ঘরে সুখ পুড়ে, অন্য ঘরে ঘুরে।
বলো–বলো সত্য বলো, আমার মিথ্যে যত
ভালোবাসি সত্য মানুষ, মানহুঁশ মানব কত?