বৃষ্টি এলে মন ভিজাতে ইচ্ছে করে খুব!
পাখিদের সাথে, দুরন্ত ছেলেদের_
খেলার সাথি হয়ে সবুজ গাঁয়ে চুপ।  
উঠোনে-উঠোনে পানি, উলঙ্গ শিশুদের ঝাঁক
বৃষ্টির অম্বনি বেসে-বেসে এদিক ওদিক নেয় বাঁক।
গুড়ুম-গুড়ুম শব্দ, ব্রজপাত, আলোর খেলা
সাদা আকাশ কালো হয়ে রয়েছে গোমড়া
মেঘে ঢাকা সূর্য, বৃষ্টি এসে আমায় ভিজিয়ে দেয়,
বৃষ্টি এসে গ্রাম বাংলার গা ভিজিয়ে দিয়েছে;
অপরূপ গ্রাম, ঘাস, পুকুর, খাল,
কচুপাতা মধ্য মনিতে বৃষ্টির জল কয়েক ফোঁটা ।।


কিশোরীর চোখের পাতায় বৃষ্টি এলে;
আচমকা শরীর শিহরে উঠে; বৃষ্টিও হাসে রূপ দেখে
ভিজিয়ে দিয়েছে সারা শরীর;বৃষ্টির সাথে মাখে
বৃষ্টি এলে আমিও ভিজাতে চাই শরীর, সবার দলে ।