আমি আবার দেখিতে চাই তোমার রূপ_
ছবির মত সাজানো,
তুমি রূপ মেলিয়া আমাকে করিবে কি বরণ?
আমি আসিতেছি তোমার কোলে, আদর নিতে
হে গ্রাম, হে অপরূ,
করি বার–বার তোমাকে সরণ।
আবার দেখিবার চাই গ্রাম্য রূপ
মায়ের হাসি অপরূপ।
তুমি মায়াবতী, মায়া দিয়ে করেছ দেওয়ানা
তাইতো ফিরে আসি তোমার রূপে স্নান পেয়ানা
শিশিরকণা মেলিয়া ঘাসে, মৃদু মলয় গায়ে মেখে
তোমার রূপ আছে উজ্জ্বল হয়ে, শাখে সুখে—


নারিকেল গাছে কাঠবিড়ালির খেলা দেখতে
আবার এসেছি ফিরে তোমার বুকে,
শুপাড়ি গাছে পিঁপিলিকার দলে খেলতে
আবার এসেছি ফিরে, হে—গ্রাম, সুখ পেতে।