গ্রামের মেঠো পথে বসে-বসে সন্ধ্যায় পাখিদের
             নীড়ে ফিরার দৃশ্য দেখি_
ঘরে-ঘরে কুপি জ্বলে, জোনাকিরাও জেগে উঠেছে
সন্ধ্যা তারা মিটিমিটি জ্বলে, পূর্ণিমার আলো চুপি
রাত জেগে-জেগে ব্যাঙ ডাকে, ঝিঁঝিঁ পোকা ঘরে
গান্ধীপোকার আনাগোনা ঝোপঝাপটা-আঁধারে।
শেয়ালের ডাক শুনি গভীর অন্ধকারে
              উড়ে যাওয়া ক্লান্ত বাদুড়_
দূরের তাল গাছে বসে আছে গম্ভীর পেঁচা একা  
অন্ধকারে জারুল ফুল হলুদ চোখে চেয়ে আছে
শিমূল গাছ স্তব্ধ হয়ে ঘুমিয়ে আছে
পাখিদের কোলে নিয়ে, চার দিকে সব স্তব্ধ।  


আমি গ্রামের মেটু পথে বসে আছি সন্ধ্যা দেখে
ডালিম গাছে মাকড়শার  জাল বুনা প্রায় শেষ!
গ্রামের সন্ধ্যা অপরূপ সাজে ব্যস্ত
আমি স্তব্ধ হয়ে আছি রূপ দেখে গ্রাম বাংলার।