হলুদ পাখির সাথে, হলুদ হতে চাই,
পাকা আনারস, পেঁপে, পেয়েরা, খেয়ে-খেয়ে
জারুল ফুলের হলুদ রঙ মেখে গায়ে_
ডাল থেকে ডালে কামরাঙ্গার রস খাই।
হলুদ পাখির গায়ে, হলুদ আলো ঘুমাতে দেখে
পুকুরের পাড়ে আমরুজ গাছে বসে-বসে
পাতা দিয়ে বাসা বানাতে-বানাতে
মাকড়সার জালের সাথে মিশে গেছে, হলুদ রঙ।
বড়-বড় হলুদ পাতার বাসা, হলুদ ডিমের_  
ভাঙ্গা খোসা, লেগে আছে পাতার সাথে,  
হলুদ পাখিটি বসে আছে হলুদ পাতাটির নিচে_
ঘুমাতে চায়; আমিও হলুদ পাখিটির সাথে।


বড়ই পাতা ঝরে পড়ে, নিঃশ্বাসের সাথে
হলুদ হয়ে-হয়ে শুঁকনো পাতা করে ঝংকার,
হলুদ পাখীটিও বারবার ছুটে আসে-বসে, ঘুমায়,
আমিও পাখিটির সাথে, পাখি হতে চাই।