মাঠে–মাঠে সবুজ ফসল, সজীব হয়ে রয়
ছুঁতে গেলে ভালোবাসা বড্ড বেশি হয়।
আজ নেমেছি সবুজ মাঠে, সবুজ ঘাসে গা;
নরম ঘাসে মন ছুঁয়ে যায়, প্রাণে লাগে দোলা;
ঘাস ফড়িং ঘাসে–ঘাসে চুম্বন দিয়ে যায়
শরীর মিশিয়ে আদর করে, সবুজ গন্ধ গায়।
খালি পায়ে নেমেছি মাঠে, দেখিব সবুজ মাঠ।
দূরের মাঠে ফসল যত, দূরে আকাশ নুয়ে রয়;
চার দিকেতে ফসল মাঠে সবুজ হয়ে রয়
আমার বাড়ি সবুজ মাঠে, সবুজ বৃক্ষের জয়।
সব খানেতে চরণ ঢেলে থাকতে আমি চাই
সবুজ মাঠে–সবুজ ফসল, যত দূরে যাই।


মাঠে–মাঠে সবুজ ফসল, সবুজ বৃক্ষ বাড়ি
গ্রাম্য আমার সবুজ রূপে পড়িয়াছে শাড়ি।
সবুজ গাঁয়ে মন দিয়াছি, থাকবো সবুজ গাঁয়ে
সারা জীবন কাটিয়ে দিব, সবুজ ঘাসে শুয়ে।