ঘুড়ি উড়তে-উড়তে মেঘের সাথে লেগে গেছে  
ঘুড়ির নাটাই ঘুরছে তাড়াই, আমার হাতে-হাতে;
বাতাস ছুটে ঘুড়ির সাথে, শূন্যে ঘুড়ি উড়ে ।
কখন দৌড়াই, কখন গড়াই মাটির গায়ে-গায়ে
ধূলাবালি ছুটছে পিছু, আমায় ধেয়ে- ধেয়ে !
মাঠ থেকে মাঠ,মাঠের পরে,মাঠ চলে কোন পাড়ে?
রৌদ্র-বাতাস মিশিয়ে গায়ে,আমায় ভুলায়-ভিড়ে ।  
সবুজ ফসল তাকিয়ে আছে আমার চোখে-চোখে
ঘুড়ির মায়া খুব উপরে মেঘের সাথে-সাথে ।
মেঘ জমেছে সূর্য আশে; বাতাস বহে-বহে
বাতাস উড়ায় মেঘের আবাস, গাঁয়ের পর গাঁয়ে;  
আমার ঘুড়ি উড়ছে ধেয়ে বাসাত বেয়ে-বেয়ে ।


ঝড়- তুফানে, মেঘের কোলে উড়ছে আমার ঘুড়ি
কালবৈশাখীর ঝড়ো হাওয়া ঘুরছে ধূলাবালি,
আমার ঘুড়ি উড়ে-উড়ে কোন গাঁয়েতে ছুটে  
নাটাই হারা রঙ্গিন ঘুড়ি, আমার থেকে দূরে ।