কদম গাছের হলুদ ফুলে-ফুলে
ভ্রমরের দল উড়ে-উড়ে মধু চুষে
এক ফুল থেকে অন্য ফুলে, দুলে-দুলে_
পায়ে গন্ধ মেখে, পুকুরের পাড়ে খেজুর গাছে বসে।
কখনও লেবু ফুলে, কখনও চালতা ফুলে
ভালোবাসা মাখে, মায়া জড়িয়ে।
আমার নয়নে মেখে দিতে চাই পাতি হাঁসটির
হলুদ পায়ের পানি। বটপাতায় বসে-বসে।
সরপুঁটির খেলা দেখতে চাই রুই মাছের সাথে  
বাড়ির বধুরাও আসে আমার দলে-চোখ মেলে।
পুকুর পাড়ে বড় ব্যাঙ্'টি বসে আছে নীরবে,
পুঁটি মাছটি চেয়ে আছে আমার চোখে।


মাছরাঙ্গা পাখিটির লম্বা ঠোঁট দিয়ে
এক-এক করে মাছ মারছে; 'চিল' দূর থেকে চেয়ে আছে
পাতি হাঁসটির দিকে; বড়-বড় রুই মাছ নিয়ে-নিয়ে।
আমি সবারে চোখে রেখে-রেখে ভালোবাসি।