টাকার সাথে বাসর দিলি, কত রাত সুখে ছিলি ?
আজতো মুখে আহার নাহি, দু'হাত খালি ?
মানুষের মুখে, মানুষের চোখে রুক্ষ চাহনি
রক্ত চুষে-চুষে, গরিবের চোখে দিলি কত দাহনি ?
ঘুষের হাতে ভিক্ষা চাইলি, হারাম খেয়ে-খেয়ে
শরীরের ভিতর রক্ত ক্ষয়ে, রক্ত চলে ভয়ে-ভয়ে ।


তুই মানুষ বলে চিৎকার করিস মানুষ নহে তুই
তুই শত জনমের তৃষ্ণা লয়ে, থাকিস কোথায় শুই ।
তুই মানুষদ্বের রক্ত চুষে, রুক্ষ মুখের ভয়
তোর শরীরে পাপের আগুন জ্বলছে দ্বয়- দ্বয় ।
তোর দেহেতে রক্ত চলে, অন্য মানুষ খেয়ে
টাকার লোভে সত্য শরীর তীলে-তীলে ক্ষয়ে ।


সরল মানুষ তোর কাছেতে শিক্ষা নিতে আসে
তুই উল্টো পথে চলার কথা বলিস রাশে-রাশে ।
তুই ঘুষের বাটি সামনে রেখে- ভিক্ষা চেয়ে-চেয়ে
টাকার পাহাড় গড়িস বসে, হারাম খেয়ে-খেয়ে ।
তুই ঘুষ মাস্টার, জুলুমকারী, মিথ্যেবাদী তুই  
তুই অন্যের পাতে হাত বাড়িয়ে আহার কাড়িস ছুঁই ।