মেঘে ঢাকা আকাশ–বাতাস,বৃষ্টিনামে গাঁয়ে;
গাঁয়ে–গাঁয়ে, নদীর বাঁধ ভেংগে যায় ঝড়ে
ঝড় উঠেছে গাছে–গাছে,ঘর চলে যায় উড়ে
ধূলি বালি উড়ছে দেখ ঝড় উঠেছে গাঁয়ে।
ঐ গাঁয়েতে ঝড় উঠেছে এগাঁয়েতে ধূলি
কৃষক ভাইয়ের মাথায় ধান গাঁয়ের দিকে চলি।
আকাশ ডাকে,কালো আকাশ,অন্ধকারে বাতাস
বিজলি আলো ছড়িয়েছে,দিনে–রাতের আবাস।
গাছের উপর গাছ পড়েছে,ডাল গিয়েছে ভেংগে
খাল–বিলেতে ঘাংর ঘাং ডাকে শুধু ব্যাঙে।
ঝড়–তুফানে মানুষ সবাই লুকিয়ে আছে ঘরে
কেহ আবার আম কুড়াতে ছাতা মাথায় ঘুরে।  


ঝড় এসেছে,ঘর ভেংগেছে,বাঁধ গিয়েছে ছুটে
এবার বুঝি পানির ঢলে মাঠ গিয়েছে ডুবে
মানুষ সবাই ঘরে ঘরে আকাশ গেছে ফেটে
ঝড়–তূফানে,বৃষ্টিনামে, ঘরও গেছে ডুবে।