মনে শান্তি নেই, শরীরে শক্তি নেই!
ভালো নেই, আলো নেই, কালো নেই!
নীরবতা নেই, শব্দ নেই, হাহাকার নেই!
কি যেনো নেই!
সবার স্পর্শে-দর্শনে বিরক্ত ঘেউ।


আকাশ নেই শুধু শূণ্যতা, মায়া নেই শুধু ক্রোধ
বিশ্বাস নেই, ভালোবাসা নেই শুধু স্বল্পতা বোধ।
সূর্য, চাঁদ, রৌদ্র, বাতাস, দাবানলে জ্বলছে পৃথিবী
বৃক্ষ খাবে ভাত, মাংস! অসতের দেখি পদবি!


মায়া নেই, আদর নেই, চোখ আছে মন নেই,
মাথা আছে বিবেক নেই, দেহ আছে, রত নেই!
যুদ্ধ আছে কৌশল নেই, প্রতিবন্ধীর অভাব নেই
কেমন জানি আমিও প্রতিবন্ধীর স্বভাব লই!


চাল নেই, চুলো নেই, রাধুনি নেই, শুধু নদী
চার দিকে নদী, পানি, মাছ ধরার প্রণালী
কি যেনো আছে দেহের ভেতর, কি যেনো আছে?