কংক্রিটে ঘেরা আবদ্ধ কবরে কয়েদি
এখানে বাতাস নেই, আকাশ নেই।
ঘন অন্ধকারে জং ধরা আশা,
বাসা বাঁধে মাকড়সার জালে।
দেয়ালে ঝুলে থাকা টিকটিকির মত;
এদেয়ালে-ওদেয়ালে দীর্ঘশ্বাস,
মন পাখির আর্তনাদ নরক বাস।
রাত-দিনের ব্যাবধান হলুদ লাইটের আলো
কখনও শিকলে বাঁধা পায়ে জমে থাকা রক্ত
দেখা যায়না, হলুদ আলোর বিমর্ষ চাহনিতে।
এই কবরে ঘুম নেই, তন্দ্রা চোখ এলোমেলো
মুক্ত বিহঙ্গের ডাক সুখ চিন্তার খুব বাহিরে
এই কবরে থেকে বাহিরের আলেখ্য মুছে গেছে
অনিয়মে মন জ্বলেপুড়ে শান্ত হয়ে রয় কালো।


কংক্রিটের দেয়ালের চুপষে থাকা সিমেন্ট তৃষ্ণাতক
কয়েদির দীর্ঘশ্বাসে দেয়াল চুপ জীবিত!
কয়েদির সমাপ্তি শরীরে ছারপোকা বাসা বেঁধেছে
মৃত্যুর রায় ঘোষণা হয়েছে,
লোহার চারদেয়াল কবর, মৃত্যু তো হয়েই আছে
যেখানে বাসাত নেই, আকাশ নেই, পৃথিবী নেই
সে খানে কত আগেইতো মরে আছে, কয়েদি।