আমি আমাকে চিনার আগে মা-মাটির গ্রাম চিনেছি
মা-মাটির ঘ্রাণ অন্তরে মেখে-মেখে গ্রাম দেখেছি;
মাটিতে গড়াগড়ি দিয়ে কত বড় হয়েছি;
মা-মাটি কোলে খুব যতনে বেড়ে উঠেছি।
মা_মাটির কোলে ঘুমিয়েছি কত কাল
আজও গায়ে ঘ্রাণ আসে ধুতরা ঘাসের।
শত আশা নাহি বুকে, শুধু মা-মাটির ঘ্রাণ নিয়ে বেঁচে থাকতে চাই
সবুজ ঘাস, মাটি মেখে-মেখে গায়ে।
আমি আমার হতে চাই না, আমি হতে চাই বাংলার
মা-মাটির কোলে দুলে-দুলে নিতে চাই অব্সর।
গ্রাম বাংলার কোলে নিজেকে খোঁজে পাই বার-বার
মা-মাটি আমার, আমার, শুধু আমার।

মা-ওগো মা আমি তোমার ছোট্ট খোকা
তোমার কোলে ঘুমিয়ে আছি, মাটির ঘ্রাণ নিয়ে।
ওগো খোদা-মরণ দিও আমায় এই গ্রাম বাংলার বুকে
মায়ের কোলে, যেন নিতে পারি মা-মাটির ঘ্রাণ যুগে যুগে।