মা নামটি অতি ক্ষুদ্র
আদর, সোহাগ, মধু, রত্ন।
‘ম’ শুরু মোহাম্মাদ, ‘ম’ মক্কা, মদিনা
‘ম’ আমার মা, জনম দুঃখী মা,
যে, সারাক্ষণ ছেলের লাগি করে বন্দনা।


‘মা’ তোমার আদর শ্রেষ্ট আদর, তুমি শ্রেষ্ট তাই
তুমি কষ্টে থাকিলেও; মাগো, ছেলের কষ্ট নাহি চাও,
ছেলের মুখে খাবার তুলে নিজে উপাস রও,
সে ছেলে কি বড় হয়ে ‘মাগো’ তোমার মুখে চাই?


আমি অবুজ বুঝি নাইকো মায়ের কদর কত খানি
নবীজী যে ভালোবাসতেন মায়ের চরণ ধূলি।
আমি যদি বুঝিতাম ‘মা’ পড়িয়া থাকিতাম তোমার পায়
জনম জনম কাঁদিতাম ‘মা’ যেন তোমার কষ্ট না হয়।