চলিয়া চরণ ধূলি,দাবিয়া উঠেছে–
তরুন তুলি,অক্ষিতে জেগেছে মায়ান্তি,
গঙ্গায় সোনার তরি,অট্ট দু’দায়ার্তি।
পাড়ে-পার নাও বৈঠা হাতে মাঝিদের
তাজা রক্ত করেছে পানি প্রাণের তরি,
গগন ছিঁড়ে নামছে রোদ-গতরের।
খণ্ড–খণ্ড আকাশ,লোহিত সূর্য দেব
দেহ-নদীর জল তপ্ত করিয়া আঁকে।  


রক্তকে পানি,দেহ মাটি,ধরেছে বাজি
গঙ্গায় আবাস রোদে-ঘামে ‘ ক্ষুধা খুঁজে।
দিলে কষ্ট,একি আমার সুখের পৃষ্ট ?
মাছ ধরি,তরি ছারি,ভাটিয়ালি সুর _
কণ্ঠে সুর তুলি,মন্তরে মাঝি বাড়ির–
সৃজন আত্মার সৃষ্টি,আমি মাঝি কার ।।


সনেট।
আমার মত করে সাজালাম।