আমি মুসলিম নাকি হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান?
কোন নামেতে চিনবে আমায় জনে জন
আমি মানুষ নামের মাটির মানুষ–শ্রেষ্ট দান।
ধ্যানে আল্লাহ নবীর নাম, কর্মে মনুষ্যত্বের সংগ্রাম
আমি সত্যের বুকে দাগ কাটা, বেঈমানির দুষমন
শয়তানের ভয়ে নই ভীতু, মিথ্যের বক্ষে দেই সত্যের সন্ধান।


আমি তরুণ, বরুন সূর্যের পূজারী কপালে সিঁদুর
শত শত দেবতার মুক্তির পূজারি, কষ্ট নেই আমি হিন্দুর
হিংসা, ঘৃণা, অহংকার, ধর্মে নেই,
তবে মানুষ–মনুষ্যত্ব মাঝে কেনো এত আন্ধার?
সন্ধানী চোখে রক্তের নেশা, আগের জন্মে ছিলাম কি বান্ধর?
চোখে দেখি একশ তারা, চাঁদ দেখি বারটা, মাসের সন্ধি
একালে দু’দিন, পরকালের জীবন স্বর্গ–নরক শেষ বন্ধি।


মুয়াজ্জিনের আজান শুনিয়া পড়িয়াছি সেজদায়
পাঁচ ওয়াক্ত নামাজ তুলে জান্নাতের আওয়াজ
মিলাদ, কোরআন তেলোয়াত শ্রেষ্ট ধ্বনি__ আওয়াজ,
রক্ত নয় মোলাকাত ইমানে মমিনি-বিশ্বাস  
মুসলিম না হয় মানুষ সকল ভাই ভাই–আশ্বাস ।