পোড়া লংকার মত ঝাজালো মিছিল-তো ছিলো
বাহান্ন, একাত্তর, মুজিবের ভাষণ_
মিছিল-তো ছিলো সত্যের মিছিল, জয়ের মিছিল,
বাংলার বাঙালির মিছিল, সংগ্রামের মিছিল।
আজ এ কেমন মিছিল?
হাঙ্গামা-দাঙ্গামা, রক্ত নিয়ে খেলা
আগুনের উত্তাপ, দলে-দলে সঙাত,
এ কেমন মিছিল?
স্বাধীন দেশে মিছিল-মিছিল খেলা।
সাধারণ মানুষের উপর হামলা—মামলা
বোমাবাজি, গাড়িতে আগুন, রাস্তা অবরোধ-হরতাল
মারামারি, এ কেমন মিছিল, যুদ্ধ-যুদ্ধ খেলা?  
টিয়ারসেল, জলকামান, গুলির শব্দ!
চার দিকে হাহাকার, বাতাসে আগুন_
চিৎকারের শব্দ, আমার ভাই তোমার ভাই.....
টেলিভিশনে খবর দেখে মায়ে কাঁদে
খোকা-খোকা বলে চিৎকারে।
শাহবাগে তখনও এক ঝাক তরুণ সংগ্রামে!  
কিসের জন্য?
দেশ–তো কবেই স্বাধীন হয়ে আছে?
উড়ন্ত পাখির মত_
তবে কেনো আজ এত মিছিল?
ফিজ ঢালা কালো রাস্তায় রক্তমাখা দেহ গুলো
থেতলে রয়, কৃষ্ণচূড়ার পাপড়ির মত।
আজ আঠারোর এ কেমন মিছিল
দলে-দলে মিছিল, রক্তঝরা মিছিল?
ক্ষিপ্ত-রাঙা চোখের হাঙ্গামা মিছিল।