আজকের সূর্যটা ডুবে ছিলো ভয়ে
বুলেটের শব্দ গুলো পাখিদের জাগিয়ে দিয়েছিলো
অন্য দিনের মত শহর ঘুমিয়ে আছে নির্ভয়ে
তখনও ফজরের আজান হয়নি
হায়নাদের বুটের শব্দে ঘর কাপছে      
নিচ তলা থেকে এক এক করে প্রাণ
বাতাসে মিশে যাচ্ছে,
চিৎকারের শব্দ ৩২নাম্বার বাসাতেই সীমাবদ্ধ  
ব্রাশফায়ার,বুলেটের শব্দ কেহ শুনতে পায়নি?
এক এক করে সব গুলো প্রাণ কেড়ে নিলি
বেইমানের দল, ছুট্ট শিশু রাসেলের জন্যও মায়া হলো না?
তোরা এত পাষান?  
হে মুজিবুর,
তোমার সহপরিবারের জন্য রইল সতত দোয়া–শ্রদ্ধাঞ্জলি