শুধু একটি কথা জাগায় আমায় সারা নিশি
কাঁদায়, চোখের জল ঝরায়, স্বপ্নে আসি,
মনে হয় আমার মাঝে আমি এক সর্বনাশী।
কে আমি হঠাৎ ভুলে যাই নিজের মুখ খানি!
আমি পাপিষ্ট, পাপের স্পর্শে ঘৃণ্য এক প্রাণী
আমার ভিতর কুড়েকুড়ে খায় এক জ্বলন্ত বাণী।


অন্ধকারে আমার ছায়া আমাকে হুমকি দেয়
ভয়ে স্তব্দ হয়ে মুখ আড়ালে লুকায়।
সুখ আজ অশান্তি হয়ে বুকের ভেতর করছে খেলা
যাতনার বাক্য হৃদয়ের তল্লাটে নিরবে করছে লীলা।
আমি বাংলার নই, আমি বিন দেশি,বর্বর ভায়ানক
আমি কর্কশ, আমার চামড়া বন্য পশুর সয়ানক।


আমি কি কখনও চেয়েছি মানুষের সুখ–শান্তি?
আমার ভিতর শুধু লোভ, সম্পদের বড়াই, দ্ভ্রান্তি।
এটা দু’দিনের পৃথিবী এক আজব ভূমি_ জানেনি আমি  
কি আছে নিজ সম্ভল, সবি পর ধন, উপরে সর্ব দামি।
আজ, কাল, সময়, আমি আমরা সবাই নিঃসঙ্গতা
শুধু দেহ খানা করে খেলা, না বুঝি, কাল উপরের যাত্রী।