নাজমুল এখন টিউশনিতে মন দিয়েছে চেপে
বাড়ি–বাড়ি গিয়ে পড়ায়,সময় নাহি মাপে।
সবার কাছে শান্ত ছেলে,সবাই ভালোবাসে
সবার মাঝে সত্য ছেলে,সত্যের আলো চাষে।
রাত–দিনেতে ছুটে নাজমুল,ছুটে সবার বাড়ি
টিউশনীতে সময় কাটে,সাথে দু'চাকার গাড়ি!
সাইকেল চালায় উড়াল পক্ষি,রঙ দিয়েছে সাজ
নয়া চাইকেল চালায় যেন উড়াল পক্ষিরাজ।
সঙ্গী–সাথী উড়াল পক্ষি সাথে সারাক্ষণ  
উড়াল পক্ষি উড়ে বেড়ায়, সমস্যার অনুবিক্ষণ।
স্কুল,বাজার ,টিউশনি যত সব দরকার
উড়াল পক্ষি নিয়ে যায় সমস্যার পারাপার।  
নিজে যেমন পরিপাটি,উড়াল পক্ষিও খাঁটি
দূর–দূরান্ত উড়িয়ে বেড়ায়, উড়াল পক্ষির বাটী।
দিনে দু'বার গোসল দেয়, পানি দিয়ে বার–বার
তেল দিয়ে মালিশ করে রাতে ঘুমাবার।
যত্ন করে ঘুমিয়ে রাখে, থাকুক শুয়ে অবসর
চাইকেল নয় সে উড়াল পক্ষি, স্বপ্নের আসর ।


কত মানুষ সাইকেল খোঁজে, রাজি নাহি দিতে
নাজমুল সবি দিতে রাজি, উড়াল পক্ষি নয় নিতে।
কারো হাতে উড়াল পক্ষি দিতে নয় রাজি নাজমুল
কারো হাতে গেলে সাইকেল হয়ে যায় ব্যাকুল।
কাছের বন্ধু, ভালোবাসা যত খুশি দিবে
রক্ত চাইলে রক্ত দিবে, সাইকেল নাহি পাবে।
ভালোবাসার কঠিন মানুষ হৃদয়েতে থাকে
সাইকেল নাহি দিবে সে, দিবে নাকো কাউকে।
সূর্য চাইলে সূর্য দিবে, সাইকেল নাহি চায়
সাইকেল তাহার উড়াল পক্ষি দূরে–দূরে ঘুরায়।
এত বেশি ভালোবাসে, ভালোবেসে যায়
ঘুমের ঘরে স্বপ্ন দেখে উড়াল পক্ষি উড়ায়।    
নিজের থেকেও যত্ন বেশি উড়াল পক্ষির পিছে
ভালোবাসে বড্ড বেশি,ভালোবাসা নয় মিছে।