তোমাদের কথা শুনে আমি বিস্মিত!
সবার চোখে অন্য নজর
খারাপ–ভালো দৃশ্যিত।
কেহ গোপনে আলো খোঁজে
কেহ কালোতে চোখ বুজে।
স্বাদ নিয়ে অস্বাদ ভুলে
তেঁতু মনে শরীর জ্বলে।


জানালা দিয়ে দুষিত বাতাস এসে
আমাকে গ্রাস করে;
গীবতে কানা কা নি বাতাসে বাসে।
আমাকে ডাকে, হাসাহাসি করে
আমি এক মনে ভবিষ্যৎ ভাবি
অতীত নিয়ে দূর্চিন্তা করে লাভ কি?  
আমাকে আমার মত থাকতে দাও
যদি যেতে চাও ভুলে তবে যাও,_
আমার অস্তিত্ব।  
আমার কবিতা গুলো রেখে যাব তোমাদের মাঝে
অমর করে।