তুমি মানুষ কেমন, থাকো সারাক্ষণ?
খবর নিলে খবর দিবানি?
আমিও তো মানুষ তুমি মানুষ মত_
মনের সাথে মনও মিলাবে?
দূরে–দূরে আছ, আমিও কি দূরে?
কাছে এলে সাথে নিবানি?
কত দূরে তুমি, খবর নাহি তোমার_
কার ঘরেতে ঘুমিয়ে আছ?
আমার ঘরে আধার।
ভুল করে ভুল, ভুলের মানুষ_
মানুষ করে ভুল?
আজ আমার ঘরে দুঃখরা সব_
তোমার ঘরে সুখ?
অন্য লিলায় মন দিয়েছ,
বেশ ভালোই তুমি আছ?
এক দিন তুমি খুঁজবে আমায়,
হারানো পাখির মত_
সে দিন আমি অন্য কারো,
আজ তোমার মত"
যেথায় আছ ভালো থেকো,
ভালো রেখে মন_
আমি বড় সুখে আছি,
ভালো সারাক্ষণ!