দুঃখ     দেখে-দেখে
সুখ      ভুলে গেছে-নিখোঁজ
দুঃখ     আসে ফিরে-ফিরে
সুখ      কত দূরে।


ওরাও মানুষ-টোকাই
ওরাও হাসতে চায়, ভালোবাসতে চায়
মায়ের কোলে ঘুমাতে চায়
হাসি মুখে ভাত খেতে চায়
ওরাও মানুষ আমাদের মত।


দ্বারে-দ্বারে হাত পাতে ভিক্ষা দে.......
চোখ কাঁদে, অন্তরে অদৃশ্য দুঃখ
টোকাই নামে জীবন্ত দৃশ্য।


কেহ     কাছে টানেনা
কেহ     আদর করেনা
কেহ     চোখ খুলে দেখেনা
কেহ     জড়িয়ে ধরেনা
কেহ     খবর রাখেনা
কেন     ওরাও তো মানুষ আমাদের মত?


গতরে ছেঁড়া শার্ট, না হয় উলঙ্গ গতর
না খেয়ে পড়ে আছে রাস্তার পাথর
ঘুমের ঘর ফুটপাতে কাতর
কেহু খবর রাখেনা-দেখেনা
ওরাও যে মানুষ  কেহু বুঝেনা।  


ওরাও মানুষ,
যারা বৃষ্টিতে ভিজে রিক্সা চালায় সাহেবের শরীর ঢেকে
যারা ফুটপাতে শররীর ভিজায় আকাশের দিকে চেয়ে।
ওরাও মানুষ,
যারা আকাশ ছোঁয়া দালানেতে স্বপ্ন দেখে শুয়ে
যারা বাতাসে উড়ায় টাকা নিজের মত করে।


ওরাও     আমাদের মত স্বপ্ন দেখতে চায়
ওরাও     হাসতে চায় মুখে রংধনু মেখে
ওরাও     ভালোবাসা চায় ভালোবেসে
ওরাও     মানুষ আমাদের মত
            তবে কেন ওরা টোকাই?