অত্যাচারীও এক দিন হাঁপিয়ে যায়
সত্যের কাগজে মিথ্যের আঁকিঝুঁকি
লিখেছে পিচাশ রক্তের পান্ডুলিপি।


অত্যাচারীও এক দিন ক্ষমতা হারায়
কোন্ এক অত্যাচারীর খুন হাতে
রাজত্ব কুকিলের মত অন্য ঘরে ভয়।


অত্যাচারীও এক দিন চুপ থাকিবে
আনমনে, নীরবে অতীত নিয়ে ভাবে
অপকর্মের প্রতিচ্ছবি আনায় দেখে।


অত্যাচারীও এক দিন রক্ত তৃষ্ণা ভুলে
মৃত্যু গামীর থেকে পানি চাইবে
চোখের জল বৃষ্টির মত ঝরে পড়ে।


অত্যাচারীও এক দিন সামলে নিবে
নারীর শরীরের আকর্ষণ থেকে
ধর্ষণের কালো হাত ফিরিয়ে যাবে।


অত্যাচারীও এক দিন ভালোবাসিবে
মা মা বলে চিৎকার করিবে নীরবে
জড়িয়ে ধূলিমাখা নিঃস্বার্থ কবরে।


অত্যাচারীও এক দিন কাঁদিবে চিৎকারে
অতীতের ভুল কল্পনা করে
শত শত ঘরে দহনের কারবারি নিজে।


অত্যাচারীও এক দিন ভয়ে থাকিবে
মৃত্যুর কাছে; ঘুমায় না চোখ ভুজে
যম মাংসের ঝুড়িতে মুখ লুকিয়ে রবে।


অত্যাচারীও এক দিন লাশ হবে
নিজের কবর দেখে আঁতকে উঠে
মনে ভয় নিয়ে ঘুরে আজ নীরবে।


অত্যাচারীও এক দিন ভুল বুঝিবে
ক্ষমা চাইবে ঈশ্বরের কাছে, মাথা নুয়ে;
দুনিয়ার ক্ষমতা রসালো ভয় মৃত্যুতে।