মিথ্যের মঞ্চে অভিনয় করতে-করতে
সত্যেরা দূর বিক্ষত গর্তে_
মানুষের বেশে আমিও মানুষ
মিথ্যের আবরণ গায়ে।  
বিবেকের জালে বড়-বড় ফুটা
নরম গলায় নিরবতা, কঠিন বিশ্বস্ত;  
মিথ্যের দ্বার বহু দামি, আলো মৃত।
আমি আহত পাখির মত
নীরব ঘাতকের সাথে নীরব যুদ্ধ।
হাসির অভিনয় করতে-করতে
কান্নারা লুকিয়ে আছে মিথ্যে হাসির আড়ালে
রম্য নাটকের দর্শকেরা চিৎকারে হাসে-গলাগলি
অভিনেতার দর্শনে গোপন ব্যাথার আকুতি
তবুও দর্শকের মুখে হাসি।
পুতুলের খেলার মত আমি নিরব পুতুল
যে মনে নাচাও নাচিব আমি
আমার মিথ্যে হাসির, সত্য অভিনয়।