ধূলিমাখা হাতটি দেখে খুব মায়া হয়
মন চায় বুকে জড়িয়ে রাখি সবসময়।
ধূলিমাখা গায়ে যখন সামনে এসে বলে
ভাইয়া দুইটা টাকা দিবেন ভাত খাব
তখন বিবেকের বড় মাথাটা নেড়ে
ইঙিত করে বলি যাও অন্য কোথাও
কারন আমার পকেটও ফাঁকা–প্রতিদিনের মত।
আমিও তোমাদের মত সাহায্য চাই
আমাকেও ফিরিয়ে দেয় সবাই
তোমরা আমাকে ক্ষমা করে দিও
আমি শিকল বাধা ভিক্ষুক,
আমি চাইলে রাস্তায় হাত পাততে পারিনা
কারন আমি যে অভিশপ্ত শিক্ষিত
বেকার নামক বেড়াজালে আটকে আছি।


তোমাদের অসাভাবিক শরীর দেখে কষ্ট হয়
অজান্তেই চোখের কোনে জল এসে যায়।
আমারও মন চায় তোমাদের সাহায্য করি
কিন্তু আমিও যে তোমাদের মত সাহায্য চাই
বেকারত্বের ভেড়া জাল থেকে মুক্তি চেয়ে
আমাকে মুক্তি দেও,
পথ শিশুদের জন্য কিছু করতে দাও,
আমার সবটুকু দিয়ে ওদের মাঝে থাকতে চাই
ভালোবাসা দিয়ে, ভালোবাসা পেয়ে সারা জীবন।


শিক্ষিত চাই শিক্ষিত, শিক্ষিত জাতি চাই
উচ্চবিত্ত, মধ্যবিত্ত,নির্মবিত্ত চাই না
চাই সাম্য, সবার মুখে ভাত, আশির্বাদ।
পথ শিশুর চোখে চাই স্বপ্ন, আলো
হাত পাতার অভিশাপ থেকে মুক্তি চাই।
হাসি চাই, ভালোবাসা চাই, মায়া চাই
সবার চোখে–মুখে,
হাত পাতা থেকে মুক্তি চাই।