পরিচিত একটি মুখ, চাঁদের মত, তারার মত
ফুলের মত, পাখির মত, খুব পরিচিত
গাঁয়ের মত, প্রকৃতির মত, আকাশের মত
অনেক বছর আগে দেখেছিলাম
আজও খুব পরিচিত।
লাল মুখ, চাঁদের মত গাল দেখেছিলাম
দেখেছিলাম কেশ রাতের মত।
এখনও অনেক বছর আগের মতই
তোমার রূপ তোমার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেে,
নেশার মত টানে তোমার দিকে
ভালোবাসার মত টানে, শুধু টানে।


অনেক বছর আগে আমাকে মুগ্ধ করেছিলে
তোমার ভালোবাসায় আমাকে টেনেছিলে
যে ভালোবাসায় একটুও খাদ নেই
সে ভালোবাসা আমার মনের ভিতর জন্ম দিয়েছি
অনেক বছর ধরে; জন্ম দিয়েছি স্বর্গ, স্বর্গ, স্বর্গ।


আমার ভালোবাসা তখনও অপ্রকাশ্য
বৃক্ষের ভাষার মত,
আমিতো তোমাকে চেয়েছিলাম
প্রকৃতির মত, আকাশের মত, নদীর মত,
পাহাড়ের মত, ঝরনার মত, সাগরের মত,
আজ বলছি তোমাকে খুব ভালোবাসি,
ভালোবাসি, ভালোবাসি।


পরিচিত একটি মুখ_ চাঁদের মত
অনেক বছর আগ থেকেই চেনা
ধরে নিতে পারো পৃথিবী সৃষ্টির আগ থেকে
তখনও আমরা শুধু রুহ; মানুষ হইনি—
ভালোবাসা তো তখন থেকেই সৃষ্টি হয়েছে আমাদের
তুমি কি ভুলে গেছ শত শত বছর আগের ইতিহাস?


আমি আর তুমি আর কিছুই ছিলো না
তবে আমাদের সাথে ভালোবাসা ছিলো।
তুমি বলতে পারো যদি মানুষ ছিলাম না
তবে তুমি আমাকে চিনো কিভাবে?
আমি বলবো তোমাকে আমার মনের ক্যানভাসে
এঁকেছিলাম আমার মত করে
এত বছর আগেতো তোমাকে দেখেছি
শুধু দেখেছি আর ভালোবেসেছি
আজ বলবো তুমি আর আমাকে ছেড়ে যাবে না?
আমি তোমার শরীর-মন জুড়ে থাকতে চাই,
হলুদ শাড়িতে সবুজ হয়ে থাতকতে চাই,
কেশে রক্ত জবা হয়ে থাকতে চাই।
থাকতে চাই তোমার হয়ে শুধু তোমার হয়ে।