আজকের রংধনু দেখে
পুরনো দিনের কথা মনে পড়ে যায়
তোমার কপালের সাত রঙের টিপ,
ধবধবে সাদা আকাশে উড়িয়ে দেওয়া রঙ
গোধূলির বিকেল শান্ত হয়ে,
নদীর পাড়ে বসে থাকা সময় গুলো আজ কোথায়?
যে প্রেম স্বপ্ন দেখিয়েছিল,
সে প্রেম মরে আছে
অবাস্তব কথা গুলো নদীর জলে ডুবিয়ে।
স্বপ্ন দেখাবার মানুষটি আজও বেঁচে আছে
আজও রংধনু উঠে,গোধূলি সাজে
নদীতে ডুবে যাওয়া সূর্যটিও ভোরে চোখ মেলে।


আজ রংধনু সাজাতে চেয়েছি তোমার কপালে
পুরনো দিনের মত, নদীর পাড়ে বসে
পুরনো দিনের রংধনু আমাকে আপন করে চিনে
তোমার হলুদ শাড়ি জড়িয়ে থাকা বিকেল খোঁজে
আমার–তোমার পুরনো কথা গুলো–
রংধনুর সাত রঙে।
আজকের রংধনু পুরনো রংধনুর সাথে হুবহুব মিলে
শুধু আমার–তোমার প্রেমের তফাৎ বহু দূর
যে দূরের সীমা নেই, দূর থেকে বহু দূর।