জীবন যুদ্ধের খাঁটি যোদ্ধা,ঘাম ঝরানো রিক্সাওয়ালা
চোখ জুড়ানো কত শ্রদ্ধা, স্বপ ঘামের রুদ্ধ মালা।
রিক্সার প্যাডেল দু'পায়েতে শরীর ভিজে ঘামে    
জনে-জনের টানছে দেহ, আলসে নাহি জমে।


রিক্সায় উঠে ন্যায্য মূল্য দিচ্ছে না,দিচ্ছে কেউ গাল
মারছে আবার ঘামের শরীর, কি খাবে কাল।
ঘাম নয়তো, রক্ত ঝরে  রক্তের নাহি দাম
গরীব বলে বাকরুদ্ধ, দীর্ঘশ্বাসে ক্ষুধার্তের দম।  


সংসারেতে কাঁদছে সবাই, ভাত নাহি কারো পাতে
ভাত দে বলে চিৎকার করে, লুকিয়ে রয়েছে ভাতে।
রিক্সাওয়ালা রিক্সা নিয়ে তপ্ত রৌদ্রে ঘাম ঝরিয়ে
চাল কিনে বাড়ি ফিরে হাসি মুখের কাঁন্না নিয়ে।


ছেলে-মেয়ে তার স্কুলেতে পড়তে যাবে কবে
কত স্বপ্ন মনে বাঁধে, মন ঘরে স্বপ্ন মরে সবে।
রাত-দিন প্যাডেল চাপে জীবন যুদ্ধের তরে
রক্ত বেচে ভাত কিনেছে স্বপ্ন কাঁদে ঘরে।