সরল ঘরে বাড়ল মেয়ে,লাজুক মুখে হাত
এখনও মায়ে খাইয়ে দেয় নিজের হাতে ভাত।
চঞ্চল মনে,চক্ষু ভুজে হাসে মিষ্টি সুরে
চক্ষু তাহার কথা বলে,ছুটে কোন সে দূরে।
বাবার কোলে ঘুমিয়ে থাকে,ডাকেনা কেহ চুপে
কপালেতে চুমু দিয়ে, বুকে রাখেন চেপে।


মা-বাবার লক্ষি মেয়ে, দুঃখ নাহি আছে
নিজের মত ঘুরেফিরে,সুখের সুবাস কাছে।
মেয়ে নয়তো যেমনতেমন,ঘরের লক্ষি-মা
মায়ের কাছে হিরা-মনি,বাবার কাছে মা।
আদর,সোহাগ,ভালবাসা,যত্নে গড়া মন
রোকেয়ার কপালে লিখন আছে,সে জানি কোন জন।


তুই বন্ধু, ভাবের বন্ধু,আছিস যতনে হৃদয়
যতই কষ্ট দিবি আমায়,আমার হৃদয় সয়।
তুই চঞ্চল,উদাসিন,পাখির মত মন
অবুজ মনে ভালোবাসিস-সবাই সর্বক্ষণ।
তুই হাসলে পরে কষ্ট যত যাই ভুলে যায় চলে
বন্ধু তোরে ভালবাসি,আপন করে নিলে।