কালো আকাশে আমার বাস
সাদা আকাশ তো সর্বনাশ!
একই আকাশে দু’রকম রং
কালো আকাশে আমার রং ঢং।


আমার আকাশে মেঘ জমে
সাদা আকাশে রং ধনু সং সাজে।  
বেলা-অবেলায় কালো আকাশ ডাকে
কষ্ট সঞ্চয়ে আমার আকাশে জ্বল টলমলে  
সুদে দার করে কষ্ট, বৃষ্টির সাজ আঁকে।


দমকা হাওয়া বয়ে যায় অদৃশ্য বাতায়নে
সূর্যও হাসে সাদা আকাশের সঙ্গ ধরে
কালো আকাশের সঙ্গি অমাবর্ষার চাঁদ কষ্ট মনে।  
আমি দূর থেকে পূর্ণিমার চাঁদ দেখি
আমি যে কালো আকাশের আঁখি।
সাদা আকাশ ছুয়ে দেখার ক্ষমতা যে আমার নেই
আমি তো কালো, তোমার আড়ালে, বহু দূরে,
তোমাকে দেখাই যে আমার স্বাদ, জনম জনম নাহি ছুঁই।