উচ্চ বলে তুই,আঁখি উচ্চ আকাশে?
বাহু আছে বলে; বল, টাকা পুষে।
মাটিতে পিশে মানুষ তুচ্ছ করে
গরিব–দুঃখী কি মানুষ নয়রে?


সুদ দিয়ে, ঘোষ, হারাম খেয়ে
মাটির দেহে কালো রক্ত বহে
মানুষের মাংস মানুষে খেয়ে
আবার বলিস তুই মানুষ হে?


মৃত্তিকার ভেতর থেকে আকাশ ডুসে
কার পিছে ছুটে, কার জীবন পিশে
খিদে তোর সারা বিশ্ব জুড়ে?
নিজের জীবন নিজে তিলে তিলে পুড়ে।  


আয়নাতে দেখ তোর মুখখানি
মুখ দেখে ভাবিস না, আলোর ঝলমলানি।
ভয়ে ফেরাবি মুখ, দেখে চরিত্র কালি
ভেতরে আত্মা করে শয়তানি, তোর চক্ষুবালি?