অসৎ সঙ ধরিয়া সৎ ঘর লয়ে আসিবে ফিরে
সে জন-স্বজন হইবে সত্যের স্বাদ নিয়ে
যে জন আলো পথে মানুষ হয়ে সত্য কহে
আমি-তুমি সব জনে লুটাইব তাঁহার চরন তলে;
এ কাল সে কাল, মরনের সভা
কে রবে কার লয়ে, কে ছুবে কার দেহে
সবাই সবারে নিয়ে ভুলে যায় সব_
পরকাল নিয়ে,মর ভুলে বার, এই রঙমঞ্চে নাচে।
কে পর কে আপন, যে সত্য-সৎ সে পথ জ্ঞাপন
মিথ্যে-অসৎ বেঁচেও রয়েছে মরনে দাফন।
হাসি-কান্না উড়ে যায় পান্না, সুখ-অসুখের চিন্তা
কে সুখি-দুঃখী ভুলে যায় দ্বীন_হয়ে বিভ্রান্তি।
একাল-তুচ্ছ,মরন বড়কাল যে কাল হবেনা শেষ-অসীম,
কি লয়ে সঙ্গে হিসাব মিলাবে
নেক কি রয়েছে, না নরকে ডুবিবে?
সত্য-সৎ নিয়ে থাকো এই রঙমঞ্চে।