সত্য বললে কত বাধা, ঝাঁপিয়ে পড়ে সবাই
মিথ্যে কথা সোনার দামি, বাহ বাহ বলে যাই।
সত্য আজ সত্যের বুকে, জমাট বেধে রয়
মিথ্যেরা সব উড়ে-ঘুরে, টানছে শুধু ভয়।


কার মনে কি, সাধু-অসাধু,সত্য-মিথ্যে নিয়ে
ফিরে আসি পুরনো কুলে, সত্যের আলো ছুয়ে।
আমরা আবার জেগে উঠি সত্যের যাত্রা নিয়ে
মিথ্যের পঁচা শব্দ গুলো মাটি চাপা দিয়ে।