ছোট্ট ঘরে দোকান খুলে
কত কথার মানুষ জনে
কথার মেলা মুখে ঝুলে
মানুষ চিনে স্বভাব গুনে।
ভুলে আছে সত্য আপন
অন্যজগত বিশাল খেলে
কেবা আপন কেবা স্বজন?
দূর্গম পথে সঙ্গে চলে।


সত্য বলি মিথ্যা বলি
মিথ্যা কি আর আপন হয়?
জগৎ দেহে মিথ্যা চলে
সত্য কি আর সত্য রয়?
সবুজ বলে মানুষ জনে
মানুষ কি আর মানুষ রয়  
মানুষ মাঝে হিংস্র ঝরে
মানুষ ঘরে সত্য ক্ষয়।