নীরব অন্ধকারে
চোখে চাঁদের আলো মেখে
বর্ষার ঘুড়ি-ঘুড়ি বৃষ্টি ভেজা ঘাসে
হেঁটে চলেছি গন্তব্য হীন পথে;
জোনাকির মিছিলে সঙ্গ দিয়ে
ঝিঁঝিঁ পোকার ডাক শুনে
জনহীন পৃথিবীতে
যেখানে আমি ছাড়া আর কেহ নেই
মানবের অস্তৃত্ব।
সে খানে অন্ধকার গভীর অন্ধকার
সূর্য নেই, চাঁদ আছে, রাতের দৃশ্য-
ঘুরে-ঘুরে রাত আসে, দিন নেই।


পেঁচার মত বসে আছি-নীরবে
বটগাছের ডালে
বড়-বড় চোখ মেলে-অভয়ে।
অন্ধকারে হেঁটে যেতে চাই
দূর থেকে দূরে গভীর অন্ধকারে
যেখানে মানুষ নেই_
নদী বয়ে গেছে নিজের মত
পথ চলেছে গন্তব্য হীন পথে।


বাতাস এসে আমায় ভুলিয়ে দিবে-অতীত
আমি ভবিষ্যৎ নিয়ে থাকতে চাই
দুঃখরা আমার পিছু দৌড়ায়
ছুঁয়ে দিবে গতর-ক্ষত গতর,
ভালোবাসার গর্ত গুলোতে
ফুঁ দিয়ে আগুন জ্বালিয়ে দিবে
ওরা হিংস্র দানব-পৃথিবীতে।
আমি যেতে চাই অন্য পৃথিবীতে।।