হাতে একটি ব্যাগ,পড়নে ছেঁড়া প্যান্ট-
গায়ে শার্ট,হয়তোবা উলঙ্গ গতর,
গাহনের সময়ও নেই শুধু কাজ  
প্লাস্টিকের বোতল,লোহা,ছেঁড়া কাগজ,
চোখে ধরার উপর সব (কি কষ্ট_
জীবন তাহার,খাদ্য সংগ্রামে লড়াই )
বাসী–পচা,ডাসবিনে পেলে রাখা সব_
খাদ্য জীবনে আনে পথ চলার চোখ ।


হাটে,ঘাঁটে,মাঠে,গ্রাম–গঞ্জে সর্ব খানে
মায়াবি আঁখর তুলে হাসে কষ্ট মনে ।
মায়ের মমতার ছোয়া আড়ালে লুকা_
পরের হাতের শক্ত বোজা,গাড় মটকা ।
স্বাদ,রস,স্বপ্ন,আশা,ভালোবাসা ঘুরে-
আসে না তাঁহাদের গৃহে,টোকাই দারে ।


সনেট।
শেক্সপিয়ার বা মাইকেলের পদ্ধতির সনেট না এটা আমার নিজের মত করে লেখা সনেট।