কুয়াশার বেষ্টনী ছেদ করে রওনা হলাম তোমার উদ্দেশ্যে
ইচ্ছে করে প্রতি রজনি তোমাকে ছুঁই!
কনকনে ঠান্ডা বাতাসে
আমি দুমড়েমুচড়ে লঞ্চের এক কোনে বসে আছি
চার দিকে পানি থৈথৈ করছে
ডিঙি নৌকা গুলো ডিঙাচ্ছে ঢেউয়ে
আমি এক রাশ উজ্জ্ব্বলতা নিয়ে এগেয়ি যাচ্ছি তোমার উদ্দেশ্যে।


খুব ঠান্ডা লাগছে তার উপর গাঢ় বাতাস
আমার হাত দু'খানা থরথর করে কাপছে
চোখে আলো জমে আছে এক রাশ
তোমাকে দেখবো বলে মনে হায় হুতাশ
কুয়াশার বেষ্টনী ছেদ করে রওনা হলাম তোমার উদ্দেশ্যে।

চার দিকে অন্ধকার নেমে আসছে
কুয়াশার গাঢ় রং অন্ধকারের সাথে মিশে আছে
নদীর দু'পাশে গড়ে উঠা কলকারখানার ধোঁয়া আরো অন্ধকার করছে আকাশ
যত অন্ধকার নেমে আসছে তত ঠান্ডার দৈত্য গ্রাস করছে
তখনও চোখে এক রাশ উজ্জ্বলতা
সব বাধা অতিক্রম করেই রওনা হলাম তোমার উদ্দেশ্যে।


গাঢ় অন্ধকার নেমে পড়েছে,
নদীর চারপাশ অন্ধকার আর কুয়াশা দখল করে নিয়েছে
আকাশ আর নদী একাকার হয়ে আছে
আমি একাকার হয়ে আছি তোমার উদ্দেশ্যে।