তোমায় ছুবো বলে পদ্মা মেঘনা যমুনা
পাড়ি দেই
আমার চোখে নিদ্রা নেই, ক্লান্তি নেই
সব অশান্তি পদ্মার জলে ধুয়েমুছে দেই
বিশুদ্ধ কোমলপ্রাণ নীতিবাদীর মত স্বচ্ছল
উজ্জ্বল খয়েরী রঙের আলো নক্ষত্রের মত
অন্ধকার হয়ে গেছে সারারাত!  
তোমার জন্য রাত জাগা সারারাত, ঘুম নেই।
অন্ধকারের কোলে বসে আছি
একটুকরো আলোর দিকে চেয়ে ‘চাঁদ’
বিড়বিড় শব্দে যান ছুটে চলে তোমার দিকে
আমাকে নিয়ে, আমি সব সুখ তোমাকে দেবো!
তোমার থেকে সুখ নেবো “ আদান-প্রদান”
জাম কালো রাতে যমুনার জল চিকচিক করে
আজতো অমাবস্যার রাত, মনে হয় মাগীপূর্ণিমা
তোমায় ছুবো বলে সব অন্যরকম; স্বপ্ন রাঙা।