তরুণ বল, বলো বীরবাহু দলে
এই সংসারে মহৎপ্রাণ বহে যাবে দিন যত_
নতুনের তরে দিবে প্রাণশিখা- অর্জিত ঘাম বলে
তোমাতে-আমাতে আফসোস ঠেঁলে দেও গত।


অবিরাম শ্রমে কে আসে বারে-বার ধনে
বনে-বনে কাক হয়ে অসভ্য উন্মাদ-
অজ্ঞান ক্ষণে-ক্ষণে; সভ্য আজই বিস্মিত কুকুর!
যে সারা বেলা দৌড়ায় জিহ্বা বের করে।
প্রভাতি শুরু যার অপকর্ম অজ্ঞান-অবুঝে চোখ
ক্ষতি রবে গৃহে-সংসারে অবোধ লয়ে ফাঁকা সুখ,
নারীর শরীরের কয়েক ফোঁটা রস নিরসনের জন্য
নিজেকে পশু বানিয়ে রাখে, অসুখের বেড়াজালে,  
সে মননে অসভ্য লালিত, গুহা বাসি, বরবর!


কে কৌস্তুভ, সম্পদ লোভী, অর্থ সাজায়?
রক্ত চুষে অসহায় মানুষ গুলির, আঁধারে ঘুম নেই
নীরবে খামচে যায় দাসত্ব শরীর-মন,
আলোতে মুখোশ পড়ে, মিথ্যে গুলো লুকিয়ে রাখে
পাপের গুহায়; এরাই অমিমাংশিত মানব।
গগনে হাত বাড়িয়ে গ্রহ খোঁজে, অভয় নিয়ে!
রবির তপ্ত শিখায় পুড়ে যাবে হাত-আজি,  
আজি তরুন বাহু উঠেছে জেগে,
ধবংস করে তোদের আকাশ সমান মিথ্যের গৃহ
অকথ্য হিংস্র মুখের অবিশ্বাসের অভিশাপ।
যে সুখের আশায় মিথ্যে বেচে, সত্য পুড়ে দেয়
সে সুখ আজি নাহি রবে, নাহি রবে হাসি মুখ
আজি তরুণের সময়, সত্যের সময়, বীর বীর বলে
উঠেছে জেগে, তরুণ সমাজ,বীরবাহু দলে।