আলো ছুঁয়ে মন সরষা ফুলে
দেখেছিলাম ভ্রমরা মধুচুষে তোমার নিঃশ্বাসে!
ঘুম ঘুম চোখে কাজল মেখেছিলো
কালো মেঘ, ঘণ অন্ধকার।
তুমি দেখেছিলে কি পেঁচাদের সভা?
আমি পেঁচা হয়ে এসেছিলাম ঘণ অন্ধকারে
তোমায় দেখবো বলে—
তোমার রূপ-সুন্দর, পূর্ণিমা মুখ।
তুমি কি দেখেছিলে জোনাকপোকা?
আমিও তাহাদের দলে এসেছিলাম শত রজনী
তোমায় দেখবো বলে—
তোমার কেশ, ধবধবে সাদা পা।


তুমি ছুঁয়ে দিলে আমি রং বদলাই!
তোমার হাতে আরেক বার ছুঁবে বলে
আমি কখনও সবুজ, কখনও নীল, কখনও লাল হই
তোমার হলুদ শাড়িতে—
তুমি কি আমাকে দেখেছিলে?
আমি কতটা রঙিন হয়েছিলাম?
প্রতিটি ভোরে, তোমার ঠোঁটে আর চোখে।