সে মুসলিম, নাকি অমুসলিম?
মাঝে-মাঝে নিজেই ভুলে যায়!
ইবাদত নেই, নেই ইবাদত
শির্‌ক, বেদাআতে মগ্ন,
অন্ধ বিশ্বাসে বিশ্বাসি মৃত-নগ্ন।
যে ভালোবেসে করিবেন ক্ষমা-বিধাতা
ভুলে যাই তাহায়, তাহার ক্ষমতা
চাওয়া-পাওয়া সব মানুষের কাছে
যে কিনা মানুষ রয়েছে মৃত!  
আলোয়-আলো আলোকিত ঘর
সাজাইয়াছে কত রং ঢং-কবর।  
ঘরের ভিতর সবাই, নর-নারী
যে যার মত লাফালাফি, গান-বাজনায় উদাসী  
শিরকের আখড়ায় ধরিয়াছি বাবার দড়ি।


সে মুসলিম, নাকি অমুসলিম?
মাঝে-মাঝে নিজেই ভুলে যায়!
কুরআন-হাদিস কি বলে আর সে কি করে?
দৃশ্য, সবি দৃশ্য, ভন্ডদের ঘরে।
হায়রে মানুষ মন যিনি করেছেন সৃজন
তাহায় করিনা স্বরণ
মানুষ-মানুষের পায়ে করে চুম্বন,
ফুল দিয়ে আমন্ত্রণ বরণ।
হায়রে মন স্বরণে নাহি সৃষ্টিকর্তা আল্লাহ,
উম্মাহের আলো মোহাম্মদ
যিনি করেন ইয়াউম্মাতি ইয়াউম্মাতি  
উনাকেও ভুলে যাই, ভুলে যাই সব।
মৃত মানুষের কবরে উপাসনা, হয়ে দাস-দাসি
যিনি নিজেই করেন ইয়ানাফিসি ইয়ানাফসি।
হে মন, চক্ষু মেলিয়া দেখ এক বার কুরআন
যিনি সৃষ্টি করেছেন সব, তিনি সর্ব শক্তিমান।
হে আল্লাহ, আর রহিম, আর রহমান
সুখ-দুখে করিবো আপনায় সর্বদায় স্বরণ।