যে দিন আর কবিতা লিখবো না,
ভেবে নিও, এই নশ্বর পৃথিবীর বিহঙ্গ হয়ে
উড়ে গেছি অন্য পৃথিবীতে।
যে দিন আর কবিতা লিখবো না
ভেবে নিও, গাঢ় সবুজ ঘাসে মিশে আছি,
ঘাস ফড়িং হয়ে, নয়তো ঘাস ফুল।
যে দিন আর কবিতা লিখবো না
ভেবে নিও, আমার হাতের কলমের কালি ফুরায়নি,
আমার সময় এসেছে চলে যাওয়ার
আমার নিঃশ্বাসে অক্সিজেন নেই
নয়তো দেহের সাথে মনের বিচ্ছেদ ঘঠেছে।
যে দিন আর কবিতা লিখবো না
ভেবে নিও, আমি বড় তৃষ্ণার্ত ছিলাম
আরো হাজারো কবিতা লিখবো বলে
আমি কেঁদে ছিলাম সাদা কাগজে চেয়ে
মনের অন্তরালে কবিতার ঘুম নিয়ে।
যে দিন আর কবিতা লিখবো না
ভেবে নিও, আমি নিসর্গের বুকে সবুজ হয়ে আছি
কখনও পাখি, অরণ্য, ঘাস, কবিতা।
যে দিন আর কবিতা লিখবো না
ভেবে নিও, ঘুমিয়ে আছি নীরব বৃক্ষের মত
দু'চোখ চাহিয়া আছে তোমাদের পানে কবিতা হয়ে।
যে দিন আর কবিতা লিখবো না
ভেবে নিও, সে দিন আমি শুধুই কবিতা_
কবিতার অক্ষর, শব্দ, ছন্দ হয়ে।
যে দিন আর কবিতা লিখবো না
ভেবে নিও, ২নং ব্রিজে আমার দেহ নেই
হাতে অফুরন্ত কলমের কালির সমাপ্তি
কাগজের পাতায় আমার মৃত্যুর কাহিনী।
যে দিন আর কবিতা লিখবো না
ভেবে নিও, আমি বিহঙ্গ হয়ে অন্য পৃথিবীতে
অন্য ভাবে কবিতা লিখছি, অন্য কারো জন্য।
যে দিন আর কবিতা লিখবো না
ভেবে নিও, সে দিন আমার মৃত্যু হয়েছে
এই গাঢ় সবুজ ঘাসে, নরম পাখির সুরে
শুধুই মৃত্যু এই দেহের, কবিতার নয়।



রচনা, মোহাম্মদপুর, ঢাকা
লিমিটেড—২, ব্রিজে বসে লেখা।