লেনিন, লেনিন!  ঐ দূর হতে শুনি পুনঃবিপ্লব,
এখন সময় রুখে দেবো যতো অস্ত্রের বৈভব!


লেনিন,আবার জেগেছো কি আজ গহীন রাতে পর,
দিকে দিকে যেন কাটছে আঁধার, থেমে বৈশাখী ঝড়।


লেনিন, তোমার আলখাল্লার নেশার গন্ধে মেতে,  
সর্বহারারা গুলির সামনে বুক যে দিয়েছি পেতে!


রক্ত যখন শপথের ভাষা, তখন পরোয়া কার?
লেনিন এবার মিছিলের ঝড়ে মসনদ চুরমার!


আমরা এসেছি স্লোগানমুখর সত্যের ধ্বজা হাতে,
মুক্তির পথ গড়বোই আজ মিলিত এ সংঘাতে।


পদানত এই নিপীড়িতদের চিহ্ন রেখে গেলাম,
জয় বিপ্লব, জয় বিপ্লব, লেনিন, লাল সেলাম!