শুভ্র শুভ্র ভেজা মেঘের কোলে
আদিত্যের লুকোচুরি খেলা।
দিগন্ত জোড়া স্নিগ্ধ কাঁশফুলে
আগমণ এখন শরৎকাল।


নয়নাভিরাম সবুজ ঘাসে
শরৎ ডাকে হেসে হেসে।


আকাশ জোড়া মেঘের খেলায়
আউশ ধানে স্বপ্ন ভাঙ্গায়।  
স্রোতহীন নদ-নদী শুধু বালুচর
খাল-বিল শুকিয়ে হয় একাকার।


পবনে পবনে দোল খায়
কাঁশে আঁকা কানন গাঁয়।


সাদা সাদা জোৎস্না রাতে
ভেদা ভেদ কি রবি শশীতে,
পাল তুলে নৌকা যায় তীরে
ঢেউয়ে ঢেউয়ে দোল খায় নীরে।  


ঝির ঝির বৃষ্টি পড়ে  
মাঝি টানে দাড়।


বর্ষা গেল শরৎ এলো
প্রকৃতি বদলে গেল।
আগমণ এখন হেমন্তকাল
নবান্ন বরণে ধানকাটা কাল।