অবচেতন হচ্ছে যে মন
তখন কিনা অগ্নিবীণা
বাজলো বুকে সুখের মতন,
বিষের বাঁশী, দোলনচাঁপা
হৃদয়পটে আজো আঁকা
তবু যে নেই প্রিয় শব্দ-কথন?
শব্দ এবার নির্বাসনে
অমানুষ আজ শ্বেতবসনে
স্নিগ্ধতার হচ্ছে যে পতন,
আলো ভেবে অন্ধকারে
হাটছি এপার আর ওপারে
মনের আলো থাকবে কতক্ষণ?
বন্ধু তুমি কখন কবে?
প্রদীপ জ্বেলে চলবে তবে
আছি পাশে হোক না গহীন বন,
নিবু সলতে জ্বালাও তুমি
আমি হব তার জ্বালানী
বাঁ পাঁজরে আলোর জন্য পণ।


রাত  ৩টা ৫
অক্টোবর ১৩, ২০১৮
হবিগঞ্জ।