জীবন আজ আমার তমসাচ্ছন্ন,
চেতনা আজ ছায়াঘেরা।
আমার সূর্যরথের চাকা দেবে গেছে বীভৎস চোরাবালিতে।
মহাকালের আমার জ্বলতে থাকা সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটি,
আলো ছড়াতে ছড়াতে-
তার চক্রপথের শেষ আবর্তনের অপেক্ষায়।
আমার বট-পাকুড়ের পাতা,
ধারণ করেছে ধূসর আভা।
ম্রিয়মাণ হতে থাকা আমার
বাতিঘরের শেষ আলোয়,
দিকভ্রান্ত জাহাজে আমি
একা আজ।
সূদুর ভবিষ্যতের দিকে ছুটতে থাকা,
আমার আকাশযানের-
শেষ বিন্দু জ্বালানী দিচ্ছে আমায়, অশনিসংকেত।
হাসপাতালের কদর্য বিছানায়,
যন্ত্রনায় নীল হয়ে যাওয়া
বাবার বুকে মাথা দিয়ে বলতে ইচ্ছে করছে,
বাবা, ডাক্তার ভুল বলেছেন,
আমি আছি।


সকাল ৯ টা ৩৫
ফেব্রুয়ারি ১০, ২০১৬
রংপুর।