গেল শতকে উড়াল দিল
পুঁজিবাদের ধ্বজা,
গণতন্ত্রের সাথেই এল
ফানটা কোলার মজা।
চে-ক্যাস্ট্রোর টি-শার্ট পরে
হচ্ছে সবাই ক্রেজি;
এতো দারুন ডেমোক্রেসি।


বাপ মরেছে ভাত যোগাতে
ছেলে সালমান খান,
ক্রেডিট কার্ডে কিনছে সদাই
সব কিছুতেই ফান।
সামাদ লিপুর নাম শোনেনি
লাভ ইউ বার্সা-মেসি;
এতো দারুন ডেমোক্রেসি।


আমার দেশের পোশাক-খাবার
কিনছে বারাক-কেরি,
আমার কিচেন যাচ্ছে ভরে
স্যামন স্ট্রবেরি।
বাঙ্গালীরা ভাত ছেড়েছে
খাচ্ছে চাইনিজ, রুশি;
এতো দারুন ডেমোক্রেসি।


পাগল ট্রাম্পও আজ নাকি
গণতন্ত্রের পিতা,
গাধা-হাতি খুব গোপনে
একনায়কের মিতা।
দু’দল মিলে স্বপ্ন দ্যাখে
‘বিশ্বটাকে বেচি’;
এতো দারুন ডেমোক্রেসি।


পুঁজিবাদের জলসার সাথে
আয় করি আয় আড়ি,
বুকের ভেতর আবার বাজুক
হাসন, লালন, জারি-সারি।
শার্ট-ডাউনের সময় হল
এই ভণ্ড হিপোক্রেসি;
এ নয় দারুন ডেমোক্রেসি।


রাত ৮ টা ৫৮
৪ ডিসেম্বর, ২০১৬
সিলেট।